
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী সাধারণ উপস্থিত ছিলেন। তাঁরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান। এই সংগঠনটি গঠন হওয়ার পর থেকে স্থানীয়ভাবে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
ডায়াবেটিস ও মেডিসিন, স্ত্রীরোগ প্রসূতি ও বন্ধ্যাত্ব, নাক কান ও গলা, চর্ম যৌন ও মেডিসিন এবং ডেন্টিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা দেন। এছাড়া ব্লাড গ্রুপ নির্ণয় শিশু-কিশোর রোগসহ মেডিকেল ক্যাম্পে নানা রোগের চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
আজ সকাল থেকে সেবা নিতে আসা রোগীদের মধ্যে বেশ সন্তুষজনক মনোভাব ছিল। অতি সহজে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সাধারণ মানুষ। বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে মানবিক কাজের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা তাদের।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দিতে পেরে খুশি চিকিৎসকরাও। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শিব্বির আহমদ সোহেল জানান, নিজ উপজেলার জন্য নিজেদের সেবার ব্রত বিলিয়ে দিতে আমরা চেষ্টা করেছি আমাদের এজনম মাটির মানুষদের বিনামূল্যে সেবা দিতে এ উদ্যোগ।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী রেজিষ্টার ডা: আবু ইসহাক আজাদ বলেন, বিয়ানীবাজার চিকিৎসক পরিষদ নিজেদের এলাকার মানুষের জন্য বিন্যমূল্যে সেবা দিতে উচ্চ পর্যায়ে কর্মরত বিশেষজ্ঞ এখানকার স্থানীয় চিকিৎসকরা মিলে উদ্যোগ গ্রহণ করা হয়। তবে সময় সুযোগে ছুটি মিলিয়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল না। এবার আমরা তা করতে পেরেছি সেজন্য গর্ববোধ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তা করবো।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: মাসুম আহমদ, ডা: আবুল ফয়েজ আলী আহমদ রুবেল, ডা: জাহিদ হোসেন, ডা: আবু ইসহাক আজাদ, ডা: শিব্বির আহমদ সোহেল, ডা: মো: আব্দুল্লাহ ছায়ীদ, ডা: মো: শরীফ উদ্দিন, ডা: মো: আজহারুল ইসলাম রানা, ডা: ফাহিমা শিরিন, ডা: খা্য়রুল বাশার রোমান, ডা: কবির আহমদ, ডা: সালাউদ্দিন মাহমুদ, ডা: মো: শাহীদ আহমদ তুহিন, ডা: জুনাঈদ আহমদ, ডা: ফাহিম হাসান, ডা: শাকিলা আহমদ, ডা: আবুল কাশেম আলী আহমদ পাভেল, ডা: কামরান হোসেন, ডা: এম এ রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার