Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় চা বাগান শ্রমিক সর্দার হত্যার মূল আসামি গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০৭:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ | ০৭:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় চা বাগান শ্রমিক সর্দার হত্যার মূল আসামি গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ক্লিবডন চা বাগানের শ্রমিক সর্দার রামবচন গোয়ালা (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার মূল আসামি গোলাপ সতনামীকে (৩৩) আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন।

এ সময় জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ মিয়া উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচন গোয়ালা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরদিন (২৭ সেপ্টেম্বর) কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার পর পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে একটি বিশেষ টিম তদন্তে নামে।

পরদিন সকালে জুড়ীর কাপনাপাহাড় চা বাগান এলাকায় রক্তের দাগ ও একজোড়া স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের বাবুনালা ছড়া থেকে রামবচনের মরদেহ উদ্ধার করে। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৩ অক্টোবর) কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে হত্যার মূল আসামি গোলাপ সতনামীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাপ হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, রামবচনের কারণে চাকরি হারানোয় ক্ষুব্ধ ছিলেন গোলাপ। ওই ক্ষোভ থেকেই তিনি হত্যাকাণ্ড ঘটান। হত্যার পর গোলাপ সোনারূপা চা বাগানে গিয়ে এক ব্যক্তিকে ঘটনাটি জানায়। পরে দুজনে মিলে লাশ টেনে বাবুনালা ছড়ায় ফেলে দেয় এবং গাছপালা ও মাটি চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আসামির কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাঠি, ভিকটিমের মোবাইল ফোন, জুতা, লাঠি বাঁধার গামছার টুকরা এবং আসামির মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!