Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে নিখোঁজ ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে নিখোঁজ ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারে নিখোঁজের তিনদিন পর এক ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে পৌরশহরের খাসা এলাকায় নিজ বাড়ির অদূরে একটি পরিত্যাক্ত এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত সুনীল আচার্য্য (৫০) স্থানীয় সুখময় আচার্যের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার শারদীয় দূর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন সুনীল আচার্য্য। এরপর থেকে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়রী করা হয়। এলাকায় অত্যন্ত বিনয়ীভাবে চলাফেরা করতেন তিনি। কারোও সাথে তাদের কোন বিরোধ ছিলনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় পচন ধরা অবস্থায় তার শরীর ফুঁলা ছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!