Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের জৈন্তাপুর দেলোয়ার ও নাহিদকে তল্লাশী করে যা পেল পুলিশ

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ০৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ০৫:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের জৈন্তাপুর দেলোয়ার ও নাহিদকে তল্লাশী করে যা পেল পুলিশ

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা বড়িসহ ২জনকে আটক করা হয়েছে । শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে নাহিদ আহমেদ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশী অভিযানের একপর্যায়ে সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা যাত্রী ছাউনি হতে সন্দেহভাজন দুইজন যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ইয়াবা সহ ২জন যুবককে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আটক দেখিয়ে ৫ অক্টোবর রবিবার ২জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরুদী অভিযান অব্যাহত আছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!