Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ চেকপোস্টে হামলা, ৫ পুলিশ সদস্য আহত

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ০৬:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ০৬:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
কোম্পানীগঞ্জ চেকপোস্টে হামলা, ৫ পুলিশ সদস্য আহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাদের হামলায় আহত পুলিশের ৫ সদস্য। তারা হলেন হলেন এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় অবৈধ বালু পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটের সামনে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল।

প্রতিদিনের মতো রবিবার সকালে এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে ২টি ট্রাক আটক করা হয়। একটি ট্রাকে বালু ও একটিতে পাথর বোঝাই ছিল। বালু ও পাথরের বৈধ কাগজ দেখতে চাইলে বাকবিতন্ডায় জড়ায় ট্রাকের ড্রাইভার।

এর কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে ৩০-৪০ জন এসে পুলিশের উপর হামলা করে ট্রাক ২টি ছিনিয়ে নিয়ে যায়।
এসময় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান, বালু পাথর বোঝাই ২টি ট্রাক আটক করে বালু পাথর ও গাড়ির বৈধ কাগজপত্র পুলিশ দেখতে চাইলে ড্রাইভার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেয়।

কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে ২ গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে গাড়ি নিয়ে যায়।
বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!