Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০২:২১ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ০২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রায়হান মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি লিংক-৩ ইন্টারনেট কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রায়হান দরগাহ গেইট এলাকায় ইন্টারনেট লাইনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!