
মৌলভীবাজার সংবাদদাতা:
বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজার ক্যাম্পের নেতৃত্বে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় অভিযানটি চালানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি ও বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত দ্রব্যসামগ্রী আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এলাকাজুড়ে অবৈধ চোরাচালান, মাদক দ্রব্যের অবৈধ ব্যবহার, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার