Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এখনো উদ্ধার হয়নি উদয়ন

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এখনো উদ্ধার হয়নি উদয়ন

স্টাফ রিপোর্টার:
দুর্ঘটনার পর ৮ ঘন্টারও বেশি সময় অতিক্রম হয়েছে। কিন্তু এখনো উদ্ধার হয়নি উদয়ন এক্সপ্রেসের বগিগুলো। আরও আশ্চর্য বিষয়, এ ব্যাপারে খুব ভালো কিছু বলতেও পারছেন না সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে তিনি জানান, আমিতো সিলেট স্টেশনে। বিস্তারিত জানিনা। তবে কিছু সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হতে পারে।
তবে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসেছে কি না সে সম্পর্কেও নিশ্চিত কিছু বলতে পারেন নি।
কে এ ব্যাপারে ভালো বলতে পারবেন, সে প্রশ্নের উত্তার না দিয়ে তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি উদ্ধার তৎপরতা শুরু হতে পারে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ৪টি বগি দক্ষিণ সুরমার মোগলাবাজার স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন। তাদের কয়েকজন ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় তিন ঘন্টা পর সকাল পৌণে ১০টার দিকে একটি লাইন সচল করে আবারও সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!