Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা যুদ্ধবিরতি চুক্তির দিনটিকে ‘বিশ্বের জন্য এক মহান দিন’ বললেন ট্রাম্প

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
গাজা যুদ্ধবিরতি চুক্তির দিনটিকে ‘বিশ্বের জন্য এক মহান দিন’ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে মিসরে সম্পন্ন হওয়া গাজার ‘জিম্মিমুক্তি বিনিময়ে যুদ্ধবিরতি’ চুক্তির দিনটিকে ‘বিশ্বের জন্য এক মহান দিন’ বলে অভিহিত করেছেন।

বুধবার (৮ অক্টোবর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে পুরো বিশ্ব এক হয়েছে। ইসরায়েলসহ সব দেশ একসঙ্গে এসেছে। আজকের দিনটা অসাধারণ। এটা সবার জন্য এক দারুণ ও আনন্দের দিন।’ এর আগে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস উভয়ই তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতিতে রাজি হয়ে স্বাক্ষর করেছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে।’

আল–জাজিরার এক প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে যে, গাজায় যুদ্ধ বন্ধ করা ও জিম্মি মুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন, সেটির প্রথম পর্যায়ের বাস্তবায়নে হামাস ও ইসরায়েল একমত হয়েছে। পরিকল্পনার প্রথম পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং উপত্যকাটিতে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের অনেককেই মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে দুপক্ষ সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দপ্তর থেকে এক বিবৃতিতে এই দিনটিকে ‘ইসরায়েলের জন্য একটি দারুণ দিন’ বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইসরায়েলি মন্ত্রিসভা এই পরিকল্পনার অনুমোদন দিতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে নেতানিয়াহু নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, আলোচকেরা একটি চূড়ান্ত চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছেন এবং চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য মিসরে যাবেন।

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প আগামীকাল শুক্রবার সকালে তার পূর্বনির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়ে এরপর আগামী শনি কিংবা রোববার মিসরে যেতে পারেন। গত সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে এই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছিল, যেখানে মধ্যস্থতাকারী দেশ কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়, যাতে ইসরায়েলের দাবি অনুযায়ী ১ হাজার ২১৯ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই ইসরায়েল গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলের হামলায় এ উপত্যকায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ হাজার ১৭৯টি শিশু।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!