Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ০১ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ও বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি কর্তৃক পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুইজন চোরাকারবারীকে আটক করে। আটক ব্যক্তিদের পরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সব অভিযানে মোট জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি জানান, ধারাবাহিক অভিযানে গত এক বছরে ১ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!