Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার আন্দোলনের মাঠে নামছেন আরিফ

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
এবার আন্দোলনের মাঠে নামছেন আরিফ

স্টাফ রিপোর্টার:
সিলেটের নাজুক যোগাযোগ ব্যবস্থার প্রতিকার চেয়ে আন্দোলনে নামতে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী ১২ অক্টোবর রবিবার সকাল ১১টায় তিনি সিলেট কোর্ট পয়েন্টে ডেকেছেন সমাবেশ। দল-মতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবি আদায়ে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহŸান জানিয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের কাছে বার্তা পাঠিয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর প্রতি এ আহ্বান জানান।

আরিফুল হক চৌধুরী তার বার্তায় বলেন, ‘আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জনগণের মৌলিক অধিকার তথা সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার আজ মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্রিত হবো একটি ঐক্যবদ্ধ কণ্ঠে। আসুন, ১২ অক্টোবর সকাল ১১টায় কোর্ট পয়েন্টে দল-মত নির্বিশেষে, আমরা সবাই একত্রিত হই আমাদের প্রিয় সিলেটের অধিকার আদায়ের এই ন্যায্য আন্দোলনে। আপনার উপস্থিতিই হবে পরিবর্তনের সূচনা।’

প্রসঙ্গত, সিলেট-ঢাকা মহাসড়কের নাজুক অবস্থা, ট্রেনের আসন স্বল্পতা ও বিমানের টিকেটের উচ্চমূল্যের কারণে দীর্ঘদিন ধরে সিলেটবাসী মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। বারবার আবেদন-নিবেদন করার পরও সিলেট-ঢাকা মহাসড়কের কাজে গতি আসেনি। ৫ ঘন্টার গন্তব্যে পৌঁছাতে এখন সময় লাগে ১৬-১৮ ঘন্টা। একইভাবে ট্রেনের টিকেট প্রায় সোনার হরিণ। আর সিলেট-ঢাকা বিমান ভাড়ার জন্য পরিশোধ করতে হচ্ছে ১২ হাজার টাকা পর্যন্ত।

সিলেটবাসীর যোগাযোগ ভোগান্তি নিয়ে গেল কয়েকদিন ধরে আরিফুল হক চৌধুরী সোচ্চার হয়েছেন। তিনি যোগাযোগ ভোগান্তি থেকে সিলেট থেকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন। অবশেষে তিনি দাবি আদায়ে রাজপথের আন্দোলন বেছে নিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!