Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুষি মেরে বিমানের মনিটর ভা ঙ লে ন লন্ডন ফেরত যাত্রী

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
ঘুষি মেরে বিমানের মনিটর ভা ঙ লে ন লন্ডন ফেরত যাত্রী

স্টাফ রিপোর্টার:
সিলেট-লন্ডন রুটের বিমানের একটি ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে ভেঙ্গে দিয়েছেন বিমানের একটি মনিটর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে।

অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে।

বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম‍্যানেজার হাফিজ আহমদ।

তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!