Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালে ট্রাম্পকে নোবেল দিতে ‘পুরো বিশ্বকে এক করবে’ ইসরায়েল

admin

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ০৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ০৭:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
২০২৬ সালে ট্রাম্পকে নোবেল দিতে ‘পুরো বিশ্বকে এক করবে’ ইসরায়েল

স্টাফ রিপোর্টার:
আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থীতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করার কথা জানিয়েছে ইসরায়েল। ট্রাম্পকে ‘শান্তির প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে, সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলি পার্লামেন্ট এ ঘোষণা দিয়েছে।

ট্রাম্প আগ্রহ প্রকাশ করলেও, ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবারের নোবেল পুরস্কার জিতে নেয়ার কয়েকদিনের মাথায় এ ঘোষণা দিলো ইসরায়েল।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা করেন। ইসরাইলি পার্লামেন্টইসরাইলি পার্লামেন্টইসরাইলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

নেসেট মার্কিন প্রেসিডেন্টকে দাঁড়িয়ে করতালি দেয়ার পর ওহানা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। এই গ্রহে এমন কোনো ব্যক্তি নেই যিনি শান্তি এগিয়ে নেয়ার জন্য আপনার চেয়ে বেশি কিছু করেছেন। কেউ এর কাছেও যায়নি।’

তিনি আরও বলেন, আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। অটল সংকল্পের মাধ্যমে আপনি বিশ্বের কমপক্ষে আটটি অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছেন। ৯ মাসেরও কম সময়ের মধ্যে, আপনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টদের একজন হয়ে উঠেছেন।

ডোনান্ড ট্রাম্প ও নোবেল প্রাইজডোনান্ড ট্রাম্প ও নোবেল প্রাইজ

শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও মনে করেন নেসেটের স্পিকার আমির ওহানা।

এরই ধারাবাহিকতায় তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি, আমাদের ভালো বন্ধু, হাউসের স্পিকার মাইক জনসনের সাথে, আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার (ট্রাম্পের) প্রার্থীতা জমা দেয়ার জন্য বিশ্বজুড়ে বক্তা এবং সংসদের সভাপতিদের একত্রিত করব। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!