Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের যশেরআব্দায় এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাই রনির চাপাতির এলোপাতাড়ি কুপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টায় গরুবাজার খোঁয়াই বাঁধে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত মনির হোসেন পেশায় একজন কসাই। সে বিভিন্ন অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের বড় ভাই মাদকাসক্ত রনি মিয়া মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে ছুটে যান। তার উপস্থিতিতে সদর থানার এসআই লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন,‘ তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি-না তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে’।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!