
স্টাফ রিপোর্টার:
সিলেটে গাঁজাসহ একজন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সঞ্জয় লোহার ওরফে সূর্য (২৭), লাক্কাতুড়া চা বাগা এলাকার মৃত নারায়ন লোহারের ছেলে। সোমবরা সন্ধ্যায় ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সবুজ সংঘ গলি থেকে ২৬০ গ্রাম গাঁজাসহ সঞ্জয়কে গ্রেফতার করা হয়।
এসএমপির এডিসি, মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সঞ্জয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার