Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবেন তিনি।

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে করে তার শাহজালাল বিমানবন্দরে আসার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত ১০ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব।

তখন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, ‘বিএনপি মহাসচিব কারাগারে থাকা অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার নিয়মিত চেকআপও করা হয়নি। সবমিলিয়ে নিজের শারীরিক চেকআপ করাতে তিনি সিঙ্গাপুর গেছেন। এ ছাড়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রীর একটি অপারেশন হয়। কিন্তু সেটা সফল না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকেও সিঙ্গাপুর নেওয়া হয়।’

বিএনপি মহাসচিব চিকিৎসা নিয়েছেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে। এবং তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন