কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি জানান, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার মুরইছড়া ও আমতলী সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৬১ হাজার ২০০ টাকা মূল্যের ৫৮৫ প্যাকেট ভারতীয় সিগারেট ও ২ হাজার ৮৮৪ প্যাকেট ভারতীয় নাছির পাতার বিড়ি জব্দ করা হয়।
অধিনায়ক আরও জানান, সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।