Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেসির ৬০তম হ্যাটট্রিকে মায়ামির দুর্দান্ত জয়

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ১১:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেসির ৬০তম হ্যাটট্রিকে মায়ামির দুর্দান্ত জয়

স্টাফ রিপোর্টার:
ঠিক এক বছর পর আবারও হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। তিন গোল ও এক অ্যাসিস্টে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

গত বছরের ১৯ অক্টোবরে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। এবারও একই দিনে বোরবার (১৯ অক্টোবর) পূর্ণ হলো ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক। এমএলএসে এবার সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন মেসি।

বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হওয়া ম্যাচে ৩৪ মিনিটে প্রথম গোল করেন মেসি। বিরতির আগে সমতায় ফেরে ন্যাশভিল, যোগ করা সময়ে লিডও নেয় তারা। দ্বিতীয়ার্ধে ফিরে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি। এরপর রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মায়ামি। ৮১ মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মেসি। ইনজুরি টাইমে সেগোভিয়ার গোল ম্যাচের ফলাফল দাঁড় করায় ৫-২।

মৌসুমে মেসির গোল-অ্যাসিস্ট মিলিয়ে মোট অবদান ৪৮টি (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট), যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এক ধাপ ওপরে রয়েছেন কার্লোস ভেলা, যার রেকর্ড ৪৯।

এবারের মৌসুমে ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারে ৬৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়েছে মায়ামি। সমান পয়েন্টে দ্বিতীয় সিনসিনাতি, শীর্ষে রয়েছে ৬৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

প্লে-অফের প্রথম রাউন্ডেই আবারও ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!