দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এলোপাতাড়ি কুপিয়ে এক কিশোরীকে গুরুতর জখম করেছে এক বখাটে যুবক। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুননগর গ্রামের আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (২২) পার্শ্ববর্তী করিমপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী সুরমা আক্তারকে (১৫) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এর প্রতিশোধ নিতে সুরমা আক্তারের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে হাবিবুর।
এদিকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সুরমা আক্তার তার বান্ধবী নতুননগর গ্রামের লাইজা ও তুলনা আক্তারের সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ১২টার পরক্ষণে প্রকৃতির ডাকে সাড়া দিতে সুরমার ভাবি বাইরে বের হওয়ামাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে হাবিবুর ঘরে ঢুকেই ধারালো বটি দা দিয়ে ভিকটিম সুরমা আক্তারকে উপর্যুপরি এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তার আর্ত চিৎকারে বাড়ির লোকজনসহ স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রক্তাক্ত মেয়েটির হাত ও পায়ে আটটির অধিক দায়ের কোপের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত হাবিবুর রহমানকে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।