Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে প্রাণ গেল যুবকের

admin

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ০৫:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ০৫:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে প্রাণ গেল যুবকের

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ছেলের মৃত্যু সংবাদে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যান শ্রীবাস মালাকার। এসময় গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকারের মৃত্যু হয়। ছেলের মৃত্যু সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসা প্রদান করা হয়। নিহত শ্রীবাস মালাকার ভানুগাছ বাজারের ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে দাহ করার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!