Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে যেভাবে প্রাণ গেল শাকিলের

admin

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে যেভাবে প্রাণ গেল শাকিলের

স্টাফ রিপোর্টার:
শাকিল আহমদ। ২৯ বছর বয়সী এক টগবগে যুববক। তবে অকালেই সম্ভাবনাময় এই যুবকের জীবন প্রদীপ নিভে গেল। ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আব্দুল আউয়াল।

স্থানীয় সূত্রের বরাতে তিনি জানান, কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শাকিল আহমদ উপজেলার দনা ইউনিয়নের মাদারপুর গ্রামের শামসুল হকের ছেলে।

মো. নাজিম উদ্দিন নামক স্থানীয় এক ইউপি সদস্য জানান, ১৩৩৪ নম্বর পিলারের পাশে ঘাস কাটছিলেন শাকিল। হঠাৎ সংলগ্ন ভারতীয় সুপারিবাগান থেকে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি ওই এলাকায় টহল জোরদার করেছে এবং শাকিলের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!