Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এখনো চলছে পাথর চুরি, হেফাজতে ১

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ০৬:০০ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ০৬:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এখনো চলছে পাথর চুরি, হেফাজতে ১

স্টাফ রিপোর্টার:
সিলেটে এখনো চলছে পাথর লুট। এবারও লুটের কেন্দ্রে আছে কোম্পানীগঞ্জ। এ উপজেলার বহুল আলোচিত শাহ আরেফিন টিলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চুরির পাথরসহ একজনকে আটক করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দলও অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।

অভিযানে শাহ আরেফিন টিলার পাথর নিয়ে যাওয়ার পথে কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের জয়েন উদ্দিন ও খমারুন্নেছার ছেলে আমান (২০)। চোরাই পাথর পরিবহনের কাজে ব্যবহৃত হাইড্রোলিক ট্রলিটিও আটক করা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সারাদেশে বহুল আলোচিত একটি টিলা। একটা সময়ে টিলাটি মৃত্যুকূপ হিসাবে কুখ্যাত ছিল। কারণ, পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু। মাত্র কয়েক বছর আগেও এই টিলায় প্রায়ই প্রাণহানীর ঘটনা ঘটত।

পাথর ব্যবসায়ীদের চাহিদা মেটাতে গিয়ে সামান্য বেতনে নিয়োজিত শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন। আর টিলা বা কোয়ারি ধ্বসে প্রায়ই মৃত্যুর ঘটনাও ঘটতো। প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতো এই শাহ আরেফিন টিলা।

অথচ এই টিলাটির নামকরণ হয়েছিল একজন পীরের নামে। হযরত শাহ আরেফিন (র.) এর মাজার ছিল এখানে। যদিও পাথরখেকোদেও কালো থাবায় বর্তমানে সেই মাজারের অস্তিত্বই বিলিনের পথে।

বর্তমানে সিলেটের যে কয়েকটি স্থান থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ, শাহ আরেফিন টিলা তার অন্যতম। তবে প্রায়ই তিন কিলোমিটার দৈর্ঘ ও প্রস্তের এই টিলার পাথর এখনো চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
নিয়মিত এ টিলায় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!