
দোয়ারাবাজারে প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩০৫ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুর রহমানের স্ত্রী।
বুধবার (২৯ অক্টোবর) রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের নিজ বসতঘর থেকে মাদক কারবারি রেহেনা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধারকৃত ৩০৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২২ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই রফিজুল মিয়া ও এসআই মোখলেছুর রহমান।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। “মাদকবিরোধী অভিযানে পুলিশ সারাক্ষণ কঠোর অবস্থানে রয়েছে। তাই মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার