গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাব সদস্যদের দাবি তাদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় স্থানীয় চৌধুরী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামতে সংকেত দেন র্যাব সদস্যরা। এসময় গাড়িটি থামিয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে অটোরিকশাটির সিটের পিছন থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র্যাব।
আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার মধ্যম কানিশাইল এলাকার মৃত লুৎফর রহমানের পুত্র মো. সাইফুল ইসলাম (৪০) এবং একই উপজেলার উত্তর কানিশাইল এলাকার ফিরোজ আলীর পুত্র মো. নাজিম উদ্দিন (২৫)।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।
তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।