Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ০৪:১৫ অপরাহ্ণ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ০৪:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে একটি পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মো: আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার গ্রামের বাড়ি। তিনি বিয়ানীবাজার পৌরশহরে প্রায় ৩০ বছর থেকে বসবাস করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় আজির মার্কেটের কাছে লন্ডন ম্যানশনের ৫ তলা বাসার নীচতলায় তিনি পলিথিন এবং প্যাকটজাত পন্যের কারখানা পরিচালনা করতেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে কারখানায় ঢুকেন তিনি। দুপুরে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, পারিবারিক বিরোধ অথবা টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের কারনে ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!