বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে একটি পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মো: আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার গ্রামের বাড়ি। তিনি বিয়ানীবাজার পৌরশহরে প্রায় ৩০ বছর থেকে বসবাস করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় আজির মার্কেটের কাছে লন্ডন ম্যানশনের ৫ তলা বাসার নীচতলায় তিনি পলিথিন এবং প্যাকটজাত পন্যের কারখানা পরিচালনা করতেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে কারখানায় ঢুকেন তিনি। দুপুরে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, পারিবারিক বিরোধ অথবা টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের কারনে ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।