
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে ব্যাটারীচালিত অটোরকিশা বন্ধে প্রশাসনের তৎপরতাকে চ্যালেঞ্জ করে শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন শুরু করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ দলের কর্মীরা। ইতোমধ্যে তারা রিকশা চলাচলের দাবি জানিয়ে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। এসময় রিকশা শ্রমিকরা প্রশাসনের কর্তাদের নিয়ে কুটুক্তি করেন।
এসব ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় একাধিক মামলা দায়ের করে পুলিশ। এসকল মামলার অন্যতম আসামি করা হয় আনোয়ার হোসেন সুমনকে।
এদিকে ব্যাটারীচালিত অটোরকিশা চালকদের নিয়ে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রাখায় শুক্রবার মধ্যরাতে জালালাবাদ থানাধীন আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে তাকে কোতোয়ালি থানা পুলিশ একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আমরা সব ধরণের প্রস্তুতি নিয়ে তাকে আদালতে পাঠাবো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে। এর বাহিরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার জন্য পুলিশসহ প্রশাসন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অভিযানও চলছে। সেই সাথে প্রতিদিনই আটক করা হচ্ছে অটোরকিশা। ব্যাটারি চালিত রিকশা বন্ধে প্রশাসনের আল্টিমেটামের পর গ্রেফতারকৃত সুমন শ্রমিকদেরকে নিয়ে নগরীতে বিশৃঙ্খলার পাশাপাশি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেন। এমনকি প্রতিটি আন্দোলন সংগ্রামে তারা মুখ্য ভূমিকা ছিলো।
জানা যায়, সম্প্রতি আনোয়ার হোসেন সুমন ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে ব্যাপক বিক্ষোভ করেন চালকেরা। এতে আনোয়ার হোসেন সুমনও সম্পৃক্ত ছিলেন। বিক্ষোভের একপর্যায়ে সুমনসহ কয়েকজন মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর দাবি আদায়ে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন চালকেরা। এর মধ্যে দাবি পূরণ না হলে রোববার অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা। তার আগেই শুক্রবার দিবাগত মধ্যরাতে সুমনকে আটক করা হলো।
এদিকে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, অটোরিকশাচালকদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এ ছাড়া পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের শনি ও রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।
গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর পর থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হচ্ছে না।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার