স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তারে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ফারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, চৌকিদেখি রূপসা আবাসিক এলাকায় সকাল বেলা হঠাৎ করে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ারসার্ভিসকে জানালে তাদের একটি ১টি টীম দ্রুত ঘটনাস্থলে আসেন। তবে তার আগেই আগুন নিভে যায়। ফলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে বৃষ্টির পানি পড়ে আর্থিং থেকে এই অগ্নিকান্ড ঘটেছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।