Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত থেকে বিজিবি ধরলো ১৩টি ভারতীয় গরু

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ০৩:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ | ০৩:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্ত থেকে বিজিবি ধরলো ১৩টি ভারতীয় গরু

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে দত্তগ্রাম বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়।

তিনি আরও বলেন, গরুগুলো আটক হওয়ার পর স্থানীয় একটি চোরাকারবারী চক্র এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরুগুলো নিজেদের দাবি করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে এবং কঠোর অবস্থানে আছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার

শেয়ার করুন

Follow for More!