
স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জের মো. ইকবাল হোসেন ওরফে রোপা মিয়াকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ। তিনি জানান, কোম্পানীগঞ্জের ধলইগাও পূর্বপাড়া মাছবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোপা মিয়া বনবিভাগের বালুচুরির মামলার এজাহারনামীয় আসামী। এছাড়াও তদন্তাধীন অপর দুটি মামলার অভিযোগেও তার নাম রয়েছে।
তিনি কোম্পানীগঞ্জ থানার ঢালারপাড় গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক হোসেনের ছোট ভাই।
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার