
স্টাফ রিপোর্টার:
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী, অথচ পালিয়ে বেড়াচ্ছেন গত ১১ বছর ধরে। তবে শেষ রক্ষা হয়নি। সিলেটে র্যাবের খাঁচায় বন্দী হতে হয়েছে কুমিল্লার কুখ্যাত ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে।
শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
সাদ্দাম হোসেন (২৮) কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার গোপালনগর গ্রামের মৃত দৌলত মেম্বার ওরফে দুল মেম্বারের ছেলে।
তিনি ব্রাম্মনপাড়া থানায় ২০১৪ সালে দায়েরকৃত একটি মামলায় ( নং ২২/১৮, দায়রা ১৭২/১৮) ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি গত প্রায় ১১ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
র্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লা ব্রাম্মনপাড়া থানায় আরও অন্তত দুটি মামলা রয়েছে। তাকে ব্রাম্মনপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার