Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশে ঢুকে বাঁশের খুঁটি উপড়ে ফেললো বিএসএফ

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৬:২৮ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ০৬:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশে ঢুকে বাঁশের খুঁটি উপড়ে ফেললো বিএসএফ

স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি দল। এসময় তারা রসুলপুর এলাকার কৃষকদের ফসল রক্ষায় স্থাপন করা বাঁশের খুঁটি ও কিছু স্থাপনা ভেঙে ফেলে।

শনিবার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) হস্তক্ষেপে বিএসএফ সদস্যরা নিজেদের সীমান্তে ফিরে যায়।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যদের প্রবেশের ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে বর্তমানে পতাকা বৈঠক চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!