Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে সেই ইমরান র‌্যাবের হাতে পাকড়াও

admin

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ০৩:১০ অপরাহ্ণ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ০৩:১০ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে সেই ইমরান র‌্যাবের হাতে পাকড়াও

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে ইটভাটায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ মামলার প্রধান আসামী ইমরান আহমদকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে র‌্যাবের একটি দল তাকে গোয়াইনঘাট থানাধীন গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান জকিগঞ্জের নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

র‌্যাব জানায়, জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে এ বছরের ২৬ জুলাই সকালে পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিম এবং তার বন্ধুর ছবি তুলে আসামীরা। একই সাথে আসামীরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে।

ভিকটিম তাতে রাজি না হলে আসামীরা তাকে ও তার বন্ধুকে জোর পূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে কয়েকজন তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়।

ভিকটিম ভয়ে কাউকে এ বিষয়টি জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরআগে ধর্ষণ মামলার আরেক আসামী শাকের আহমদকে গত ২০ আগস্ট গ্রেফতার করে র‌্যাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!