Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্ট করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
পাসপোর্ট করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক উত্তম চন্দ্র জানান, ‘মঙ্গলবার দুপুরে দুই নারী পাসপোর্টের জন্য অফিসে যান এবং ডিএডি জাহাঙ্গীর আলমের কক্ষে প্রবেশ করেন। জাহাঙ্গীর আলম তাদের কিছু প্রশ্ন করলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সন্দেহ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য এবং বাংলা ভাষায় সঠিকভাবে কথা বলতে পারেন না।

পরিস্থিতি বুঝে অফিস কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। যাচাই-বাছাই শেষে তাদের নিজ ক্যাম্পে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে দুই নারী কীভাবে ও কার মাধ্যমে চাঁদপুরে এসেছেন- সে বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!