Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ৫

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ০৪:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ৫

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটেছে। এসময় আরও ৫জন যাত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।

আহতরা হলেন, শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর থানা এলাকার আজমল লস্করের ছেলে মো. হাবিবুর লস্কর (৩৫)সহ আরও ২ জন। আহত অন্য ২ জনের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করের সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। তিনি জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর চার যাত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও মিনি ট্রাকের সংঘর্ষে সিএনজি চালকসহ ৬ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে শাহপরান থানা পুলিশ উদ্ধার করে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। পরবর্তীতে আহতদের মধ্যে ১ জনকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং আরেকজন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!