স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ ভ্যান আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট কাঁচা বাজার এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান। পরে মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামে দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ১৫৫ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। এসব পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে একটি ডিআই পিকআপ ভ্যানও আটক করা হয়, যার নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৮৮৬৩।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় চারজন নামীয় ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।