স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শাহপরাণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদপুর পয়েন্টের ওয়ালটন শো-রুম সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৬০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন, গাজীপুরের জয়দেবপুর এলাকার মহিবুল্লাহর ছেলে মো. জিসান আল ইমরান (২৪) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার তাজির উদ্দিনের ছেলে মো. আব্দুল হানিফ (২৪)।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কম্বল অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে আনা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।