
স্টাফ রিপোর্টার:
সিলেটে ভারতীয় পেঁয়াজের বড় একটি চালান জব্দ করেছে এয়ারপোর্ট থানাপুলিশ। সেই সাথে ডিআই পিকআপসহ সাকিল নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর এয়ারপোর্ট থানার খাসদবির পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার ও পেঁয়াজ-পিকআপ জব্দ করা হয়। মো. সাকিল উদ্দিন (২২) গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পেঁয়াজের পরিমাণ প্রায় ২ হাজার দুশো কেজি যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। ডিআই পিকআপের নম্বর ঢাকা মেট্রোপ-২১-৬০৫৬।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ৫/১১/১১/২৫) দায়ের করে সাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার