Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের শপিং করে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঈদের শপিং করে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

চট্টগ্রাম প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় মহাসড়ক পারাপারের সময় তরমুজ ভর্তি পিকআপের ধাক্কায় প্রাণ গেল পিতা পুত্রের।

হাইওয়ে পুলিশ ও একই বাড়ির ভাতিজা কামরুল হাসান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড থেকে ঈদের কেনাকাটা করে মনের আনন্দে বাড়ি ফিরছিল ওয়াহেদপুর এলাকার ডিস ব্যবসায়ী সেলিম উদ্দিন (৩৪) ও তার একমাত্র ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র মিনহাজ উদ্দিন (১০)।

বড়দারোগারহাট গাড়ি থেকে নেমে পিতা-পুত্র মহাসড়ক ধরেই বাড়ি যাচ্ছিল, এ সময় জাফরাবাদ এলাকা অতিক্রমকালে তরমুজ বোঝাই পিকআপ রাস্তার উপর উল্টে গিয়ে পিতা-পুত্রকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পিতা-পুত্রকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, ঘটনা শুনে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিকআপটি আটক করেছে।

তিনি আরো জানান, পিকআপে থাকা চালক ও হেলপারকে ও আহত অবস্থায় চমেক পাঠানো হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

এদিকে নিহত সেলিম ও তার পুত্রের ঈদের শপিং করা জামাকাপড় হাতে নিয়ে সেলিমের স্ত্রী ও ছোটকন্যা শোকে যেন পাথর হয়ে গেছে। ওয়াহেদপুর গ্রামে নেমে এসেছে এক শোকের ছায়া।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!