Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে সেই ইমা গ্রেফতার

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে সেই ইমা গ্রেফতার

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে ‘জসিম উদ্দিন রনি’ নামের এক যুবদল কর্মী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার বংশাল থেকে র‌্যাব‑৯ এবং র‌্যাব‑২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত সুপার (গণমাধ্যম) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিহত জসীম আহমদ রনি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের কর্মী ও দুই সন্তানের জনক ছিলেন।
অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।

জানা যায়, গত শনিবার (১০ আগস্ট) রাতে জসিম উদ্দিন রনিকে (২৯) উপজেলার পৌর শহরের কদমতলীতে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত রনি পলাতক রাজু আহমদের পরীকিয়া সম্পর্কিত বিষয় নিয়ে তার নিজ নামীয় ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পরই ঘাতক রাজু দেশ ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!