Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি–লাউতারোর গোলে বছরের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ০৯:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ০৯:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেসি–লাউতারোর গোলে বছরের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়

স্টাফ রিপোর্টার:
লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে ২০২৫ সালে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি জয়ে শেষ করল আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) লুয়ান্ডায় স্বাগতিক অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারায় আলবিসেলেস্তেরা।

স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপনে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা ব্যয় করে ম্যাচটি আয়োজন করে আফ্রিকার দেশটি। র‌্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা সত্ত্বেও অ্যাঙ্গোলা ম্যাচে লড়াকু মানসিকতার পরিচয় দেয়; কয়েকটি পাল্টা আক্রমণে আর্জেন্টিনা রক্ষণকে চাপে ফেলে। তবে গোলের দেখা মেলেনি তাদের।

নিয়মিত একাধিক খেলোয়াড়কে ছাড়া খেলতে নামলেও স্ক্যালোনির দল আক্রমণে আধিপত্য বজায় রাখে। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করার পর ৪৪তম মিনিটে লাউতারোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা—মেসির পাস থেকে ডান দিকে ফাঁকা জায়গা পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন তিনি।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৫৮তম মিনিটে জাতীয় দলে অভিষেক হয় কেভিন ম্যাক অ্যালিস্টারের। অ্যাঙ্গোলার গোলরক্ষক হুগো মার্কেস একাধিক আক্রমণ প্রতিহত করলেও ৮১তম মিনিটে আর রক্ষা করতে পারেননি। ডি পলের দেওয়া ফিরতি পাস থেকে বক্সের বাঁ দিক থেকে নিখুঁত শটে গোল করেন মেসি। পাঁচ মিনিট পর তাঁকে তুলে নেন কোচ স্ক্যালোনি।

শেষ মুহূর্তে অ্যাঙ্গোলা একটি গোলের সুযোগ পেলেও কার্নেইরো লক্ষ্যভেদে ব্যর্থ হন। ফলে ২–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০২৫ সালে এটিই আর্জেন্টিনার শেষ ম্যাচ। আগামী মার্চে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে দলটি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!