Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন করার ঘোষণা, প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ০৯:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ০৯:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন করার ঘোষণা, প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সোয়া ৯টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তারিখ জানান।

উপাচার্য বলেন, ‘২৮ বছর পর শাকসু নির্বাচন হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে সব পক্ষকে নিয়ে নির্বাচন আয়োজন করতে চাই। কোনো অবস্থাতেই মারামারি বরদাশত করা হবে না।’ তিনি আরও জানান, নির্বাচনের রোডম্যাপ নির্বাচন কমিশনই প্রকাশ করবে।

সংবাদ সম্মেলনে সহ–উপাচার্য মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, প্রক্টর মোখলেসুর রহমান ও প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস উপস্থিত ছিলেন।

নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই উপাচার্যের কার্যালয়ের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, শাকসু নির্বাচন ৯ বা ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে। শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে প্রশাসনিক ভবনের ফটক অবরোধ করে অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘প্রশাসন প্রহসন করে শিক্ষার্থীদের প্রস্তাবিত তারিখের বাইরে নির্বাচন ঘোষণা করেছে। আমরা এই তারিখ মানি না। আন্দোলন চলবে।’

রাত ১০টা পর্যন্ত উপাচার্য, সহ–উপাচার্য ও নির্বাচন কমিশনের সদস্যরা প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ছিল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!