স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনের কাছ থেকে ইসকফ সিরাপ এবং অপরজনে কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজ জব্দ করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, সিলেট মহানগর এলাকায় পৃথক অভিযানে অবৈধ ভারতীয় পেঁয়াজসহ একজনকে আটক করেছে এসএমপি ডিবি। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শাহপরাণ (রহ.) থানার সুরমা গেট বাইপাস এলাকার তামাবিল সড়কের নেছারাবাদ নার্সারির সামনে স্থাপিত চেকপোস্টে একটি পিকআপ তল্লাশি করে ৩ হাজার ৯৫০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা।
এ ঘটনায় সিলেট শহরের সাদারপাড়া কলোনি এলাকার মোহাম্মদ আল-আমিনকে আটক করা হয়। জব্দ করা পিকআপ ও পেঁয়াজ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এদিকে, হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৬৬ বোতল ইসকফ সিরাপসহ একজন ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে নজরদারি শুরু করে।
গত শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট দিক থেকে একজন ব্যক্তি কালো রঙের একটি স্কুলব্যাগ নিয়ে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখা গেলে তাকে থামার নির্দেশ দেওয়া হয়। সে সময় তিনি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান যে তার ব্যাগে মাদক দ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরে ব্যাগ তল্লাশি করে ৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির পরিচয় হিসেবে র্যাব জানায়— হবিগঞ্জের মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগান এলাকার শিরপ্রসাদ পাচির ছেলে মোহন পাচি (২০)। তিনি সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে ও উদ্ধারকৃত আলামতকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।