স্টাফ রিপোর্টার:
বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১৫ নারী-পুরুষকে বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এক পতাকা বৈঠকের পর তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১৫ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, ভালো কাজের আশায় সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। গত চার বছর ধরে কলকাতা অঞ্চলে অবৈধভাবে বসবাস করছিলেন তারা। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে ১৫ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফের ক্যাম্প কমান্ডার এসি প্রবীন চান্দ। এরপর বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
ফেরত আসা ১৫ জন হলেন- আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন সাহা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ শিশুসহ ১৫ নারী, পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবি সদস্যরা ফেরত আসাদের থানায় হস্তান্তর করলে জিডিমূলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।