
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় কেউ আহত হয়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার