Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন, ককটেল বিস্ফোরণ

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন, ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়ায় অবস্থিত এই শিল্প উদ্যোক্তার প্রধান ফটকের পাশের নামফলকে কিছু দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেন এবং ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

কারখানার নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, ভোর পৌনে পাঁচটার দিকে কিছু দুর্বৃত্ত কারখানার সামনে থাকা নামফলকে অগ্নিসংযোগ করে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

এদিকে, কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় এক এক্সকাভেটরে (মাটি কাটার যন্ত্র) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে যন্ত্রটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!