Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের শেষকৃত্য হবে হবিগঞ্জ, মরদেহ আসবে মঙ্গলবার

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের শেষকৃত্য হবে হবিগঞ্জ, মরদেহ আসবে মঙ্গলবার

স্টাফ রিপোর্টার:
সিলেটের জপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ মঙ্গলবার (১৮ নভেম্বর) দেশে আসবে। ওইদিনই হবিগঞ্জের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন) গ্রামের তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার মরদেহ কিছু সময়ের জন্য সিলেট নগরীর টিলাগস্থ গোপালটিলার বাসায় নিয়ে আসা হতে পারে। উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় গিয়ে হৃদরোগে মারা যায় দ্বীপ।

ফেসবুকে এমনটি জানিয়েছেন দ্বীপের ছোট দিবাকর দাস ধ্রুব। তবে দ্বীপের মরদেহ সিলেট আসবে না বলে জানান তিনি। মালয়েশিয়া থেকে ঢাকায় আসার পর মরদেহ হবিগঞ্জে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এসব তথ্য জানিয়ে ফেসবুকে ধ্রুব লিখেন- ‘আমার ভাই দীপংকর দাশ দ্বীপ আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন), বাহুবল, হবিগঞ্জ এ পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়…। চিরঘুমের নীরবতায়।’

গত বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় বসবাস করলেও তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।

জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!