Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০৮:২৩ অপরাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ | ০৮:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মাধবপুর প্রতিনিধি :
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক দুইটি অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মোট ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
জব্দকৃত মদ ও সিরাপের সিজার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর সকালে তেলিয়াপাড়া বিওপি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার সীমান্তবর্তী জালারপাড় এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে সকাল ৯টার দিকে চা-বাগানের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।

এর আগে গত ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে একই বিওপি’র আরেকটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রীষ্টানদের কবরস্থান এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২০০ টাকা।

৫৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল তানজিলুর রহমান জানান জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!