
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলের ছোট–বড় বেশিরভাগ পরিসংখ্যানেই একচ্ছত্র দাপট প্রতিষ্ঠা করা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এবার সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকার রেকর্ডেও শীর্ষ দুটি স্থান দখল করেছেন। এই তালিকায় রোনালদো শীর্ষে এবং মেসি দ্বিতীয় স্থানে আছেন।
পর্তুগালের হয়ে রোনালদো এখন পর্যন্ত ২২৬ ম্যাচ খেলেছেন, যা ম্যাচ খেলার সর্বোচ্চ রেকর্ডও বটে। এই ম্যাচগুলোয় সব মিলিয়ে রোনালদো ১৭ হাজার ৯২৬ মিনিট মাঠে ছিলেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির চেয়ে ১৭৮৭ মিনিট বেশি মাঠে ছিলেন। মেসি তার ১৯৬ ম্যাচে সব মিলিয়ে মাঠে ছিলেন ১৬ হাজার ১৩৯ মিনিট।
মেসি-রোনালদোর পর এই তালিকার তৃতীয় নামটি হলেন মাইনুর ফিগুয়েরোয়া। হন্ডুরাসের এই ডিফেন্ডার ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন। যেখানে তিনি সব মিলিয়ে ১৮১ ম্যাচ খেলে মাঠে কাটিয়েছেন ১৫ হাজার ৭৭০ মিনিট।
এই তালিকার চতুর্থ পরিচিত নামটি হলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, যিনি ১৭৬ ম্যাচ খেলে সব মিলিয়ে ১৫ হাজার ২৯৫ মিনিট মাঠে ছিলেন। তিনিই শীর্ষ দশে থাকা একমাত্র গোলরক্ষক। বুফনের পর এই তালিকায় থাকা ৫ নম্বর নামটা হলেন ক্রোয়েশিয়ার ব্যালন ডি’অরজয়ী তারকা লুকা মদরিচ। তিনি ১৯৪টি ম্যাচ খেলে মাঠে ছিলেন ১৫ হাজার ১৭৩ মিনিট।
শীর্ষ পাঁচের মধ্যে রোনালদো, মেসি এবং মদরিচ এখনো সক্রিয় আছেন। ফলে তাদের মাঠে থাকার সময় সামনে আরও বাড়বে।
এই তালিকায় শীর্ষ দশে আরও যারা আছেন, তারা হলেন ক্লদিও সুয়ারেজ (১৫,০৭২ মিনিট), দিয়েগো গডিন (১৩,৮৭৩ মিনিট), সের্হিও রামোস (১৩,৭৩৯ মিনিট), অ্যালেক্সিস সানচেজ (১৩,৭৩৩ মিনিট) এবং ভিতালিয়স আস্তাফিয়েভস (১৩,৬৫১ মিনিট)।
এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার