Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত জন আহত হয়েছে। তবে কী নিয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, সে বিষয়টি বলতে চাননি তারা।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়।

আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়েছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় সাত জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তারা সবাই ছাত্র। তাদের সবারই মাথায় আঘাত লেগেছে। বর্তমানে জরুরি বিভাগের চার নাম্বার রুমে তাদের চিকিৎসা চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!